গুগল পিক্সেল ৮ প্রো

পিক্সেল ৮ প্রো আনছে গুগল

আসন্ন পিক্সেল ৮ প্রো এর নতুন একটি ছবি প্রকাশ করেছে গুগল। ৪ অক্টোবর একটি ইভেন্টের মাধ্যমে ফোনটি বাজারে ছাড়া হবে।

৩৬০ ডিগ্রি সিমুলেটর ব্যবহার করে ফোনের প্রতিটি কৌণিক অবস্থানই দেখা গেছে। সেখানে থাকা ফোনের বিভিন্ন স্থানে ছোটো ছোটো হলুদ ডট দেখে ধারণা করা হচ্ছে সেগুলো বিভিন্ন সেন্সর এবং পোর্ট।

এগুলো বিশ্লেষণ করে সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, নতুন ফোনে শুধু তাপমাত্রা সেন্সরই থাকছে না বরং ফিজিক্যাল সিম স্লট এবং তিনটি ভিন্ন রংয়ে তা বাজারে আসছে। রং তিনটি হলো— নীল, পোরসিলেন এবং কালো।

Google pixel 8 pro

Google pixel 8 pro

 

পিক্সেল ৭-এর মতোই থাকছে হোম স্ক্রিন। এছাড়া আগের একটি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী নিশ্চিত হওয়া গেছে ফোনটিতে সিম কার্ড স্লট আর তাপমাত্রার সেন্সর থাকছে।

এছাড়া পিক্সেল ৮ প্রো এ থাকছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা যা ৫০ শতাংশ বেশি আলো গ্রহণ করতে পারবে। পাশাপাশি থাকছে ৬৪-মেগাপিক্সেল আলট্রাওয়াইড সনি ক্যামেরা।

পিক্সেল ৬-প্রো বা ৭-প্রো’র মতোই ফ্ল্যাট ডিসপ্লে থাকছে। ৫ হাজার এমএএইচ ব্যাটারি ২৭ ওয়াট ম্যাক্স চার্জিং স্পিডসহ।

Leave a Reply

Main Menu