
ডোমেইন রেজিস্ট্রেশান
আপনার ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের জন্য অনলাইনে পরিচিতি বাড়াতে, পণ্য বিক্রি বা পরিষেবা সংক্রান্ত যে কোন কিছুর প্রচারণা চালাতে সবার প্রথম প্রয়োজন একটি ডোমেইন। এটি হতে পারে একটি আইপি এড্রেস অথবা যে কোন নাম।
সাধারণত একটি নির্দিষ্ট নামের জন্য একটি ডোমেইনই কেনা যায়। এক নামে একাধিক ডোমেইন কেনা যায় না। তবে একটি নামের জন্য ভিন্ন ভিন্ন এক্সটেনশন হতে পারে। যেমন abc নামে কেউ যদি www.abc.com ডোমেইনটি কিনে নেয় তবে এটি আর কেউ দ্বিতীয়বার কিনতে পারবে না। যদি নিতে হয় তবে, www.abc.org অথবা www.abc.net এক্সটেনশন ব্যবহার করে তবেই কেবল কেনা যাবে।
প্রয়োজন অনুসারে ভিবিন্ন ধরনের ডোমেইন কেনা যায়। সাধারণত বাণিজ্যিক ব্যবহারের জন্য .com, ইনফরমেশন বেইজ হলে .info, দাতব্য প্রতিষ্ঠান হলে .org, নির্দিষ্ট গ্রুপের জন্য হলে .net, বাংলাদেশী কোন কিছু বুঝাতে চাইলে .com.bd সহ নানা ধরনের এক্সটেনশন ব্যবহার করে ডোমেইন নিবন্ধন করা যায়।
ডোমেইন সাধারণত এক বছরের জন্য নিতে হয়। আবার কোন কোন ডোমেইন যেমন .com.bd ডোমেইন কমপক্ষে দুই বছরের জন্য রেজিস্টার করতে হয়।
শুধু মাত্র নাম নিবন্ধন করতে ডোমেইন প্রয়োজন হয়। একটি সম্পূর্ণ ওয়েবসাইট এর জন্য ডোমেইন এর সাথে হস্টিং বা জায়গা কিনতে হয়। এই হস্টিং এর মধ্যে ওয়েবসাইট এর যাবতীয় তথ্য রাখা হয়। হস্টিং সাধারণত মেগাবাইট বা গিগাবাইট হিসেবে কিন্তু হয়।
একটি ডোমেইন কিনতে বা রেজিস্টার করতে হলে নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি সচল ইমেইল অ্যাড্রেস প্রয়োজন হয়।
কাজের সুবিধার জন্য সাধারণত ডোমেইন এবং হস্টিং একসাথে কিনতে হয় এবং প্রতিবছর এর জন্য নির্দিষ্ট ফী দিয়ে ব্যবহারের সময়সীমা বাড়ানো যায় অথবা একেবারে ২ বছর থেকে ১০ বছর পর্যন্ত বা তারও বেশি সময়ের জন্য নেওয়া যায়। যদি মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে পুনরায় মেয়াদ না বাড়ানো হয় তবে ডোমেইন টি নিবন্ধনের জন্য ফ্রী হয়ে যায় এবং চাইলে অন্য যে কেউ এটি নিজের নামে নিবন্ধন নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে পূর্বের মালিকানার কোন তথ্য আর সেই ডোমেইনের অধীনে থাকবে না। নতুন নিবন্ধন নেওয়া ব্যক্তিকে পুনরায় হস্টিং নিয়ে ওয়েবসাইট তৈরি করে নিতে হবে।