রয়্যাল এনফিল্ড | BUYING

রয়্যাল এনফিল্ড আনছে ৩৫০ সিসি’র মোটরসাইকেল

রয়্যাল এনফিল্ড একটি আন্তরজাতিক ব্র্যান্ড। ২০২৪ সালের জুন নাগাদ ইফাদ গ্রুপ এই ব্র্যান্ডের ৩৫০ সিসি’র মোটরবাইক দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ছাড়বে। এরপর আন্তর্জাতিক বাজারে এ মোটরসাইকেল রপ্তানি শুরু করবে। বাজারে ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল ছাড়ার অনুমোদন দিয়েছে সরকার। ৭ই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ অনুমোদন দিয়েছে।

এর আগে দেশের বাজারে ১৬৫ সিসি’র বেশি ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন ছিল না। নতুন এ সিদ্ধান্তের পর ইফাদ গ্রুপ ছাড়াও অন্যান্য কোম্পানির উচ্চ সিসি’র মোটরসাইকেলও এখন স্থানীয় বাজারে প্রবেশ করতে পারবে।

ইফাদ মটরস এখন ৩৫০ সিসি ও তার চেয়ে বড় ইঞ্জিনসহ আইকনিক রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল তৈরি করতে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে মোটরসাইকেল কারখানা স্থাপন করছে।

” মোটরসাইকেলের সিসি যত বেশি, নিরাপত্তা তত ভালো। দেশের অবকাঠামোগত উন্নয়নে সিসিসীমা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনুমোদনের ফলে দেশে মোটরসাইকেল বিক্রি বাড়বে। এ খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে। “

1 Comment

Leave a Reply

Main Menu