ডলার ও টাকা । Buying

ডলার এর দাম বেড়েছে । আরও বাড়াতে হবে

রপ্তানি ও রেমিট্যান্সে ডলারের দর বাড়াল ব্যাংকগুলো। এখন থেকে রেমিট্যান্সে ডলার প্রতি মিলবে ১০৯ টাকা। আর রপ্তানি বিল নগদায়নে এক টাকা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা করা হয়েছে। এ ছাড়া আন্তব্যাংক ও আমদানির রেট হবে সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সা। বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডলারে নতুন এই দর পহেলা আগস্ট থেকে কার্যকর হবে।

এর আগে রেমিট্যান্সে প্রতি ডলার পাওয়া যেত ১০৮ টাকা ৫০ পয়সা, রপ্তানিতে ১০৭ টাকা ৫০ পয়সা আর আন্তব্যাংক লেনদেনে সর্বোচ্চ ১০৯ টাকা। অর্থাৎ রপ্তানি আয়ে ডলারের দর এক টাকা এবং রেমিট্যান্স ও আন্তব্যাংক লেনদেনে বেড়েছে ৫০ পয়সা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করে। সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেধে দেয় বাংলাদেশ ব্যাংক, কিন্তু এতে সংকট আরও বেড়ে যায়। পরে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেয়া হয় এবিবি ও বাফেদার ওপর। এরপর থেকে এ দুই সংগঠন মিলে রপ্তানি ও প্রবাসী আয় এবং আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে আসছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে যে ৪৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে, তার অন্যতম শর্ত হলো সব ক্ষেত্রে ডলারের এক দাম নির্ধারণ করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এর অংশ হিসেবে ডলারের দাম বাড়ানো হচ্ছে। বাজারে যে দামে ডলার কেনাবেচা হচ্ছে, তার চেয়ে এখনও আনুষ্ঠানিক দর কম। এ কারণে সামনে ডলারের দর আরও বাড়াতে হবে।

Leave a Reply

Main Menu