
রিসাইক্লিং শীপ বিক্রয় দরপত্র বিজ্ঞপ্তি
এতদ্বারা সম্মানিত ক্রেতা সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ই অগাস্ট , মঙ্গলবার , বিকাল ০৩ ঘটিকার সময় MV RUI (7,800 MT) জাহাজের ক্যাবল, ইলেকট্রিক, হার্ডওয়্যার, ফার্নিচার, মোটর বিক্রয়ের উদ্দেশে উন্মুক্ত টেন্ডার আহবান করা হবে। আগ্রহী ক্রেতাগনকে জাহাজে সংশ্লিষ্ট পণ্য পরিদর্শন করে উক্ত টেন্ডারে অংশ গ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে ।
ফেরদৌস স্টিল শীপ রিসাইক্লিং ইনডাসট্রী
ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
টোকেন মানি/ Earnest Money
১. ক্যাবল (পাঁচ লক্ষ টাকা)
২. ইলেকট্রিক (পাঁচ লক্ষ টাকা)
৩. হার্ডওয়্যার (পাঁচ লক্ষ টাকা)
৪. ফার্নিচার (পাঁচ লক্ষ টাকা)
৫. মোটর (পাঁচ লক্ষ টাকা)
বিঃদ্রঃ টোকেন মানি ছাড়া কোনো দরপত্র গ্রহণ করা হবে না।