রেমিটেন্স | প্রণোদনা | Buying | Marketplace

রেমিটেন্স বিনিময় হার বৃদ্ধি

রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ব্যাংকিং চ্যানেলে পাঠালে প্রবাসীরা প্রতি ডলারে ১১৫ টাকা ৫০ পয়সা পাবেন। এর আগে এই দর ছিল ১১২ টাকা ৫০ পয়সা।

ব্যাংকিং ব্যবস্থায় ডলার প্রবাহ বাড়াতে প্রণোদনা দিয়ে রেমিটেন্স আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এই সিদ্ধান্ত নেয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলো চাইলে নিজস্ব তহবিল থেকে সর্বোচ্চ আরো আড়াই শতাংশ হারে প্রণোদনা দিতে পারবে। সরকারের দেওয়া প্রনোদানা আগের মতই থাকবে।

আড়াই শতাংশ হারে প্রণোদনা দিতে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের তদন্তের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রমাণ সংরক্ষণ করতে হবে।

রেমিটেন্সের ক্ষেত্রে বিনিময় হার বাড়ানোর সিদ্ধান্ত হলেও অন্যান্য ক্ষেত্রে ডলারের সব দর আগের মতই থাকবে।

ডলার ও টাকা । Buying

ডলার ও টাকা

হুন্ডি ও খোলাবাজারের সঙ্গে প্রতিযোগিতা

হুন্ডি কমাতে বিনিময় হার আরো বাজারমুখী করতে টাকার মান কমানোর পরামর্শ দিয়ে আসছেন অর্থনীতিবিদরা। এমন প্রেক্ষাপটে হুন্ডি ও খোলাবাজারের সঙ্গে প্রতিযোগিতা করে রেমিটেন্স আনতে বিনিময় হার বাড়ানো হল।

রেমিটেন্সের প্রবাহ

২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রেমিটেন্স এসেছে ২৪.৭৮ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি ২৭.৫৭ শতাংশ।

বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের অবদান প্রায় ১০ শতাংশ।

Leave a Reply

Main Menu