বাংলাদেশের প্রায় ১৭০ মিলিয়ন ক্রেতা ও সেবা গ্রহণকারীর জন্য আপনার কাছে কি আছে ?

কেন BUYING.COM.BD এ বিক্রি করবেন !

BUYING.COM.BD এ একজন বিক্রেতা সহজেই ১৭০ মিলিয়ন ক্রেতার কাছে
সরাসরি পণ্য ও সেবা'র প্রচার ও বিক্রির বিশাল বাজার রয়েছে।

বায়িং ডটকম ডটবিডি | কিনুন, বিক্রি করুন ও প্রচারণা চালান

পণ্য ও সেবার অন্ততভুক্তির সুযোগ

বায়িং ডটকম ডটবিডি | কিনুন, বিক্রি করুন ও প্রচারণা চালান

নিরাপদ লেনদেন

বায়িং ডটকম ডটবিডি | কিনুন, বিক্রি করুন ও প্রচারণা চালান

সর্বাধুনিক বিপনন ব্যবস্থা

পণ্য ও সেবার বিপনন ব্যবস্থা

1

নিবন্ধন এবং পণ্য ও সেবা অন্তর্ভুক্তি

  • আপনার পণ্য ও সেবার তথ্য দিয়ে বিনামূল্যে নিবন্ধনের আবেদন করুন। 
  • ভেন্ডর হিসেবে আবেদন গৃহীত হলে বিস্তারিত তথ্য দিয়ে আপনার পণ্য ও সেবা সমূহ অন্ততভুক্ত করুন।
2

ক্রেতা ও বিক্রেতার যোগাযোগ ও মধ্যস্থতা

  • যে কোন ডিজিটাল মাধ্যমে BUYING.COM.BD তে পণ্য ও সেবা বিক্রির জন্য ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ 
  • ক্রেতার অর্থ ও বিক্রেতার পণ্য উভয়ই শতভাগ নিরাপদ করার মাধ্যমে লেনদেন সম্পূর্ণ করার প্রযুক্তিগত সুবিধা।
3

পণ্য ও সেবার বিতরণ ব্যবস্থা

  • বিতরণের জন্য প্রচলিত ডেলিভারি ব্যবস্থার সাথে নিজস্ব ব্যবস্থার সংমিশ্রণের মাধ্যমে ক্রেতার কাছে পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার স্বয়ংক্রিয় ব্যবস্থা।
  • পিকআপ সুবিধাসহ পণ্যে ও সেবার অগ্রিম বুকিং ও নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণ ও ফেরত ও রদবদলের সুবিধা।
4

মুনাফা এবং প্রচার ও প্রসার

  • পণ্য ও সেবার প্রসারের জন্য ক্রেতা ও বিক্রেতার নির্ধারিত যে কোন মাধ্যমে লেনদেন ও মুনাফা গ্রহনের সুবিধা।
  • যে কোন পণ্য ও সেবা এফিলিয়েট ব্যবস্থায় স্বয়ংক্রিয় প্রচারের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবসার প্রসার বৃদ্ধি করা।

শুরু করুন সম্পূর্ণ বিনামূল্যে

সহনশীল, স্বচ্ছ ও নিরাপদ ব্যবস্থাপনা

BUYING.COM.BD মার্কেটপ্লেস এ পণ্য ও সেবা সংযোজন ও প্রচার করার জন্য এককালীন বা মাসিক কোন ফী নেই। কেবল মাত্র বিক্রিত পণ্য ও সেবার এফিলিয়েসন ফী এবং বিক্রয় কমিশন বিক্রেতার চাহিদা অনুসারে পণ্য ও সেবার ধরন অনুযায়ী নির্ধারণ করা হয়।

0%
সংযোজন ফী
1%
এফিলিয়েসন ফী
95%
বিক্রয় কমিশন

এফিলিয়েসন ফী ও বিক্রয় কমিশন কি !

  • বিক্রেতার পণ্য বা সেবা অন্য কেউ বিক্রির জন্য প্রচার করলে কেবলমাত্র ঐ বিক্রিত পণ্যের সর্বনিম্ন ১ শতাংশ হতে যে কোন পরিমান টাকা এফিলিয়েসন ফী হিসেবে একজন বিক্রেতা নির্ধারণ করে দিতে পারবে।
  • একজন বিক্রেতা বিক্রিত পণ্য বা সেবার ৯৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় কুপন অথবা কমিশন গ্রহনের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রির সুযোগ পাবেন।
  • পণ্য বা সেবার এফিলিয়েসন ফী ও বিক্রয় কমিশন পণ্য বা সেবা সংযোজন সময় বিক্রেতা পণ্য ও সেবার ধরন অনুযায়ী নির্ধারণ করতে পারবে।

BUYING.COM.BD এ নিজস্ব ওয়ালেটের মাধ্যমে কোন প্রকাশ ফী ছাড়াই পণ্য ও সেবার মূল্য পরিশোধ এবং ক্রেতা বিক্রেতা ও প্রচারের সাথে সংশ্লিষ্ট সকলেই নিজেদের মদ্ধে বিনা মাশুলে তাৎক্ষনিক লেনদেন করার সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া মোবাইল ব্যাংকিং, ব্যাংক ট্র্যান্সফার, ব্লক চেইন প্রযুক্তি সহ যে কোন মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার সম্মতিক্রমে পণ্য ও সেবার মূল্য পরিশোধ করা যাবে। 

ওয়ালেট ছাড়া অন্য যে কোন মাধ্যমে লেনদেন এর ক্ষেত্রে ঐ মাধ্যমের নিজস্ব ফী সবসময় পণ্য বা সেবার মূল্যের সাথে সংযুক্ত করে মূল্য পরিশোধ করতে হবে।

কিছু সাধারন প্রশ্নের সম্ভাব্য উত্তর

বায়িং ডটকম ডট বিডি (BUYING.COM.BD) তে ক্রয় (BUY) বিক্রয় (SELL) ও প্রচার (PROMOTE) সংক্রান্ত জিজ্ঞাসা

ক্রয় বিক্রয় ও প্রমোশনের ফী

পণ্য ও পরিষেবা বিপনন ব্যবস্থা পরিচালনা করার জন্য BUYING.COM.BD মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খোলা এবং পণ্য ও পরিষেবা বিষয়ক তথ্য সংযোজনের জন্য এবং তা প্রচার করার জন্য যে প্রোমোশন করা হয়, তার জন্য কোন প্রকার কোন ফী নেই।

পণ্য ও পরিষেবা বিক্রির পর পণ্য ও পরিষেবার ধরন অনুযায়ী ডেলিভারি চার্জ এবং লেনদেন এর ক্ষেত্রে সংশ্লিষ্ট মাধ্যমের চার্জ অতিরিক্ত হিসেবে ধার্য হতে পারে।

পণ্য ও পরিষেবার ভেন্ডর অ্যাকাউন্ট জন্য প্রয়োজনীয় তথ্য

পণ্য ও পরিষেবা বিক্রি ও প্রচারের জন্য BUYING.COM.BD মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলতে লাগবেঃ

  • একটি সচল ইমেইল 
  • মোবাইল নম্বর
  • পণ্য বা পরিষেবার নাম
  • সরবরাহকারীর নাম, ঠিকানা
  • পণ্য বিতরণ (Delivery) তথ্য
  • পণ্য ও পরিষেবার বিষয়ে বিভিন্ন মূল্যছাড়, অ্যাফিলিয়েশন, সেল কমিশন, ফ্রী ডেলিভারি অফার, পিক আপ লোকেশনসহ অতিরিক্ত তথ্য (যদি থাকে)
  • পণ্য ও পরিষেবার পেমেন্ট গ্রহণ ও প্রদানের জন্য যে কোন একটি লেনদেন এর মাধ্যমের তথ্য 

পণ্য ও পরিষেবার জন্য লেনদেন এর মাধ্যম

প্রচলিত যে কোন ব্যবস্থায় যা ক্রেতা ও বিক্রেতার জন্য সমানভাবে কার্যকর এমন যে কোন মাধ্যমেই পণ্য ও পরিষেবার মূল্য পরিশোধ করা যাবে।

যদি কোন পণ্য ও পরিষেবার মূল্য অগ্রিম প্রদানের শর্ত প্রযোজ্য থাকে তবে ক্রেতা ও বিক্রেতার উভয়ের স্বার্থ রক্ষার্থে এবং প্রতারণামূলক কর্মকান্ড এড়ানোর জন্য পণ্য ও সেবার ক্রয়কৃত মূল্যের সমপরিমাণ প্রচলিত যে কোন কিছুর বিনিময়ে অগ্রিম ক্রয়ের মদ্ধস্থতাকারী হিসেবে যে কোন লেনদেন BUYING.COM.BD এর মাধ্যমে পরিচালনা করা যাবে।

উদাহরণ হিসেবে যদি কোন বিক্রেতা কোন পরিষেবার জন্য ক্রেতার কাছে অগ্রিম অর্থ দাবি করে, তবে ক্রেতা সেই সমপরিমাণ মূল্যের অর্থ সরাসরি BUYING,COM.BD কে পরিশোধ করবে এবং এটা বিক্রেতা তখনই দাবি করতে পারবে যখন ক্রেতার নিকট পণ্য বা পরিষেবার বিতরণ এর যাবতীয় তথ্য প্রদান করতে পারবে এবং ক্রেতা সেটা নিশ্চিত করবে।

এই ব্যবস্থায় BUYING.COM.BD ক্রেতাকে যেমন তার ক্রয়কৃত পণ্য ও পরিষেবার পরিশোধিত মূল্য ফেরতের শতভাগ নিশ্চয়তা প্রদান করে, ঠিক তেমনি বিক্রেতাকে তার সরবরাহকৃত পণ্য ও পরিষেবার মূল্য প্রাপ্তির শতভাগ আগাম নিশ্চয়তা প্রদান করে।

যেহেতু এই ব্যবস্থায় ক্রেতা ও বিক্রেতার প্রাপ্তির ক্ষেত্রে কোন অনিশ্চয়তা নাই, সেহেতু এটা বিশ্বস্ততার মতো একটি বিপদজনক ও বায়বীয় বিষয়কে আস্থার জায়গা থেকে নিরাপদ দূরত্বে রাখতে সক্ষম হবে। বিপনন ব্যবস্থায় ক্রেতা বিক্রেতার যে একটা অনিশ্চয়তার চিরাচরিত দ্বন্দ্ব সেটা দুর করে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা রাখবে। 

এর বাইরে আরো কিছু জানতে চাইলে মেইল করতে পারেন

পণ্য ও পরিষেবা ক্রয় বিক্রয় ও প্রচারের জন্য নিবন্ধন করুন

Main Menu