
ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট বাড়ি তৈরির মূল কারিগর
অনেকেই জানে না আর্কিটেক্ট যেমন সিভিল ইঞ্জিনিয়ার না, তেমনি সিভিল ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট না।
আপনি জানেন কি?
👉 একটা বাড়ির মোট নির্মাণ খরচের ১%-৬% হয় ডিজাইন খরচ। (যদি মানসম্মত ডিজাইন চান)
👉 একটা বাড়ির ফ্লোর প্লান ও আউটলুক ডিজাইন করার দায়িত্ব আর্কিটেক্ট এর। স্ট্রাকচারাল ডিজাইন করার দায়িত্ব সিভিল ইঞ্জিনিয়ারের।
👉 ইদানিং ফেসবুকে দেখি অনেক ইঞ্জিনিয়ারও ফ্লোর প্লান করে দেন। এটা মাথায় রাখুন, ফ্লোর প্লান করার পূর্নাঙ্গ নিয়ম একজন সিভিল ইঞ্জিনিয়ারের জানার কথা নয়। তিনি টাকা আয়ের জন্য আপনাকে ধোকা দিচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ার যদি আর্কিটেক্ট এর কাজ করতে পারতো তাহলে দুনিয়াতে আর্কিটেক্টদের কাজটা কি বলুন তো? সকল ইঞ্জিনিয়ারকে তাহলে আর্কিটেক্ট বলতেও পারেন!
👉 অনেকেই ৫/১০ হাজার টাকায় ডিজাইন করতে চান। আপনাকে একটা কথা বলি। একটা বাড়ির ডিজাইন করতে সচরাচর একজন আর্কিটেক্ট, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার হয়। এই ৩ জন মানুষের কাছ থেকে এতো কম টাকায় কিভাবে ভালো কিছু আশা করছেন?
👉 বাড়ি করার জন্য ইট বালি সিমেন্ট ইত্যাদি কেনা ও মিস্ত্রির মজুরির জন্য বাজেট করছেন, কিন্তু ডিজাইন বাবদ বাজেট রাখেন না কেন?
👉 ইদানিং অনেকেই ফেসবুক ও ইউটিউব থেকে অন্য মানুষের জন্য করা ফ্লোর প্লান ও থ্রিডি ডিজাইন নামিয়ে নিজে ও মিস্ত্রির সহযোগিতায় নিজের বাড়ির কাজ শুরু করে। কিছু দাগাদাগি করলেই ডিজাইন হয়না।
👉 প্রতিটি বাড়ির ডিজাইন হয় আলাদা। জমির অবস্থান, রাস্তার অবস্থান, পরিবেশ, চাহিদা অনুযায়ী প্রতিটি বাড়ির ডিজাইন হয়। উত্তর দক্ষিণ বড় একটা ভূমিকা রাখে।
👉 ইউটিউবে ১০ লক্ষ টাকায় ১ তলা বাড়ির ভিডিও দেখে লাফিয়ে পড়ে সেই ভিডিও দেখে বাড়ি করলে বউয়ের গহনা বিক্রি করেও বাড়ির কাজ শেষ করতে পারবেন না।
👉 আপনি পেশায় একজন ব্যবসায়ী বা অন্যকিছু হতে পারেন। ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিদ্যা তো আপনার নেই। তাহলে এখানে মাতব্বরি করেন কেন?
👉 সেদিন একজন বলছিল “ভাই ৮ কলামের একটি বাড়ি বানাবো। কত খরচ হবে?”
ক্যান ভাই, স্ট্রাকচারাল ডিজাইনও কি আপনি ঠিক করে দিবেন? ফ্লোর প্লান না করে কলামের সংখ্যা ঠিক করে দিবেন?
👉 কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার বাড়ির জন্য হাজার হাজার টাকার ডিজাইন চার্জ দিতে গেলে বাড়ির খরচ সব ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট খেয়ে ফেলবে ভাবেন কেন?